অন্যান্য

আদিতমারীতে অবৈধভাবে মজুদ ৩ শতাধিক বস্তা সার জব্দ, জরিমানাঃ

  প্রতিনিধি 13 December 2024 , 6:00:13 প্রিন্ট সংস্করণ

 

আব্দুল লতিফ সরকার, লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটে সারের বাজার নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ৩৩১ বস্তা সার জব্দ করে হিরা লাল রায় নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব সার জব্দ ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত। অবৈধ মজুদদার হিরা লাল রায় আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হর সুন্দর বর্ম্মনের ছেলে। জানা গেছে, রবি মৌসুমে ফসল চাষাবাদের শুরুতে সারের সংকট তৈরি করে অতিরিক্ত দামে স্যার বিক্রি করছে অসাধু বিক্রেতা। এ কারণে জেলা ব্যাপী সার নিয়ে কৃষকদের মাঝে হাহাকার উঠেছে। সারের বাজার মজুদদার ও অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক পুলিশ নিয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হিরা লাল রায়ের দোকান , বাড়ি ও ভাড়া নেওয়া গুদামসহ ৪ টি স্থান থেকে প্রায় ৩৩১ বস্তা সার জব্দ করে অবৈধ ভাবে সার মজুদের অপরাধে ওই ব্যক্তির ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, হিরা লাল রায় নামে একজন অনুমোদনহীন সার বিক্রেতার দোকান বাড়ি ও পাশের বাড়িতে অবৈধ মজুদ রাখা ৩৩১ বস্তা সার জব্দ করা হয়েছে । সার মজুদের দায়ে তার ৩০ হাজার টাকা আদায় করা হয়েছে । লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, সার অবৈধ মজুদ রোধে জেলা ব্যাপী ভ্রাম্যমান পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদে দায় সার জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হচ্ছে। জেলায় সারের কোন সংকট নেই। অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ