অন্যান্য

আদিতমারীতে আন্তর্জাতিক নরী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনঃ

  প্রতিনিধি 10 December 2024 , 9:26:12 প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল লতিফ সরকার, আদিতমারী প্রতিনিধি:

লালমনিরহাট জেলার আদিতমারীতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) র্র্যালি, আলোচনা সভা এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনের অংশ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে,কিশোর-কিশোরী ক্লাব স্থাপনা প্রকল্প এবং নিবন্ধতি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর সহযোগীতায় সকালে একটি বর্ণাঢ্য রেলি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মানিক,আদিতমারী থানার ওসি (তদন্ত) মোজাফফর হোসেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে পাঁচজন সফল জয়িতাকে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ