প্রতিনিধি 29 January 2025 , 12:32:47 প্রিন্ট সংস্করণ
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে হাজিগঞ্জ উদীয়মান কলেজ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কমলাবাড়ী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
কমলাবাড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি নুরুন্নবী সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল প্রমুখ। আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় সংসদ কৃষকদলের লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম মিঠু।