অন্যান্য

আনসার ভিডিপি’র ক্লাব ঘর এখন জামাতের দখলে

  প্রতিনিধি 18 August 2025 , 9:03:39 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার,

স্টাফ রিপোর্টার

মাগুরার মহম্মদপুর উপজেলার বসুর ধুলজুরি গ্রামের আনসার ভিডিপি’র ক্লাব ঘরটি বর্তমানে জামাতে ইসলামীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লাব ঘরের সামনে জামাতে ইসলামীর একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে এবং ঘরটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় জামাতের নেতা মোঃ মতিয়ার রহমানকে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি দাবি করেন, আনসার ভিডিপি অফিসের ঝর্ণার কাছ থেকে ঘরটি ভাড়া নিয়ে তারা ওয়ার্ড কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। তবে ভাড়া নেওয়ার কোনো লিখিত ডকুমেন্ট এখনো হয়নি বলে স্বীকার করেন তিনি।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা বেগম বলেন, সরকারি অনুমোদন সাপেক্ষে আনসার ভিডিপি’র ক্লাব ঘর ভাড়া দেওয়া যায় এবং সেই ভাড়ার টাকা সরকারি উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়। কিন্তু উক্ত ঘরটি এখনো কাউকেই ভাড়া দেওয়া হয়নি। তিনি প্রশ্ন তুলেন—“যদি সেখানে জামাতে ইসলামীর কার্যালয় হয়ে থাকে, তবে কি তারা জবর দখল করেছে?” তবে তিনি স্পষ্ট করে জানান, আনসার ভিডিপি প্রশাসন কারও কাছে ঘরটি ভাড়া দেয়নি।

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক প্রতাপ কুমারও একই তথ্য দেন। তিনি জানান, আনসার ভিডিপি কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘরটি ভাড়া দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে উক্ত ইউনিয়ন ক্লাব ঘরের সভাপতি মোঃ মফিজুর রহমান বলেন, “ভাড়া দেওয়ার বিষয়ে আমার সঙ্গে বা সেক্রেটারির সঙ্গে কোনো আলোচনা হয়নি। হঠাৎ দেখছি ঘরে জামাতে ইসলামীর কার্যালয় চালু হয়েছে। বিষয়টি নিয়ে আমারও নানা প্রশ্ন জাগছে। স্থানীয় লোকজন জিজ্ঞেস করলে তাদের কিছুই জানাতে পারছি না।”

স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পত্তি এভাবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা ঠিক নয়। তবে বিষয়টি আদৌ ভাড়া দেওয়া নাকি জবর দখল—সে প্রশ্ন এখনো অনুত্তরিত রয়ে গেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ