মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কান্তার মোড় গ্রামে আপন মেয়েকে ধর্ষণ করে পিতা খাড়া কাসেম।
মঙ্গলবার ১৭ জুন সকাল ১০টার সময় খাড়া কাসেম এর ফাঁসির দাবিতে মিছিল ও মানববন্ধন করেন গ্রাম বাসিরা।
স্থানীয়রা বলেন, পিতা হয়ে যেভাবে তার আপন মেয়েকে ধর্ষণ করেছে আমরা সেটা মেনে নিতে পারি না। আমরা সবাই খাড়া কাসেমের ফাঁসি চাই।
মানববন্ধনে বক্তব্য দেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। দ্রুত মামলা এবং আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
স্থানীয়দের অভিযোগ, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনে। জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ঘটনায় বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে বাবা পালিয়ে গেছেন।
ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়েছেছিলেন। আকুতি জানিয়ে বলেছিলেন, বাবা হয়ে আপনি কিভাবে আমার সঙ্গে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো। আমার সঙ্গে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার বিচার ও ফাঁসি চাই-বলেন মেয়েটি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল আলম বলেন, আমরা দ্রুত খাড়া কাসেমকে গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যবস্থা করব।