চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসন ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ও আমরণ অনশনসহ চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দেন—
“আমাদের সিট আমারে দে, নইলে গদি ছেড়ে দে”,
“দালালি না, বিপ্লব, বিপ্লব, বিপ্লব”,
“১০০ টাকার ভিক্ষুক, তারা নাকি শিক্ষক”,
“আবাসন ভাতা দে, নইলে গদি ছেড়ে দে”,
“এক দুই তিন চার, আবাসন আমার অধিকার।”
২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন,
“প্রশাসন লক্ষ লক্ষ টাকা খরচ করে ড. ইউনূসকে ‘ডিলিট’ উপাধি দিতে পারে, অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে কোনো উদ্যোগ নেয় না—এটা প্রশাসনের ব্যর্থতা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অন্তত আবাসন ভাতা দিচ্ছে, কিন্তু চবিতে আমরা শুধু আশ্বাসই পাচ্ছি, বাস্তব পদক্ষেপ নেই। প্রশাসন শিক্ষার্থীবান্ধব নয়, বরং কটেজবান্ধব। এতদিন নানা উপায়ে জানালেও কোনো কার্যকর সাড়া আসেনি। এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত চাই।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিয়া মিথিলা বলেন,
“প্রথম বর্ষ থেকেই ছাত্রীদের সিট পাওয়া যাচ্ছে না। যারা সিট পায়, তাদেরও দুর্বিষহ পরিস্থিতিতে থাকতে হয়। মেয়েদের ডাবলিং করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টকর। আবাসন সংকট সরাসরি মেয়েদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করছে।”
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে