প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৬:২২ পি.এম
আবু সাঈদ হত্যা মামলার আসামি ইসলামপুর থেকে গ্রেফতার

সাজ্জাদ হোসেন স্টাফ রিপোটার্স :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ নিশ্চিত করে বলেন, গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহিনের ছেলে। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চন্দন গোয়ালা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গতরাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে এসে আত্মগোপনে ছিলেন। আবু সাঈদ হত্যা মামলার আসামি।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.