অন্যান্য

আবেদনময়ী শরীরে কেনো শাকিবের নায়িকা, রহস্য কী?

  প্রতিনিধি 27 September 2024 , 9:39:02 প্রিন্ট সংস্করণ

ইয়াসিন আলম

বিনোদন ডেস্ক।।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা। অভিনয় করেছেন ৬০টির মতো সিনেমায়। তবে দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে রয়েছেন। অভিনয়কে জানিয়েছেন বিদায়। বর্তমানে সংসার আর ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী।

অভিনয় থেকে দূরে থাকার প্রসঙ্গে আগেই নায়িকা বলেছিলেন, বর্তমানে স্বামী-সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই। এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান সিনেমায় অভিনয় একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ-অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও সিনেমায় ফেরার আর কোনো পরিকল্পনা নেই।

তবে সম্প্রতি নেটদুনিয়ায় আকস্মিকভাবেই সরব হতে দেখা যায় সাহারাকে! পোস্ট করছেন একের পর এক নতুন ছবি। আর তার সাম্প্রতিক ছবিগুলো দেখে হতবাক হয়েছেন অনেকেই। আবেদনময়ী রূপে ভক্ত-দর্শকদের সামনে আসা ছবিগুলো দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন; ছবিগুলো কি সত্যিই সাহারার! আর এই ছবিগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাহারার এমন লুক দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরাও।তবে যাচাই করে দেখা গেছে, সাহারার নামক ফেসবুক আইডি থেকে যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তা মোটেও এই অভিনেত্রীর নয়। তাবাসসুম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ও শ্রেতা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলো পোস্ট করা। ছবিগুলো সম্পাদন করে সেখানে বসানো হয়েছে সাহারার মুখ। খোঁজ নিয়ে জানা যায়, সাহারার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হচ্ছে সেটিও ভুয়া।

এই ছবির বিষয়ে এখন পর্যন্ত সাহারা কোনো মন্তব্য করেননি। তার নামে ফেসবুক আইডিটি আসলে কে চালাচ্ছেন এবং কেনোই বা শ্রেতা নামের সেই মেয়ের মুখ বসিয়ে ছবি আপলোড করছেন এ বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ