অপরাধ

আমতলীতে অন্তঃস্বত্তা নারীকে মারধোর 

  প্রতিনিধি 4 February 2025 , 8:26:16 প্রিন্ট সংস্করণ

 

নূরুল হক লিটন আমতলী(বরগুনা)প্রতিনিধি

 

বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক অন্তঃ স্বত্তা নারীকে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে ।

আমতলী থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায় , উপজেলার পূর্বকুকুয়া গ্রামের মো. হানিফ প্যাদা ও খলিল প্যাদা গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ বিরোধ কে কেন্দ্র করে রবিবার সন্ধায় হানিফ প্যাদা তার বসত ঘরের পিছনে পাকের ঘর সংস্কার করতে গেলে মোঃ খলিল প্যাদা , মোসাঃ মাহামুদা বেগম ,মোঃ আজাহার ফরাজী মোঃ কালাম প্যাদা, হোসনেয়ারা বেগম ,মোসাঃ শারমিন বেগম মোসাঃ ফাহিমা বেগম, মোসাঃ লামিয়া বেগম, মোঃ জসিম প্যাদা হানিফ প্যাদা(৫৫)কে মারধোর শুরু করেন। শশুড়কে মারধোর করতে দেখে বাধা দিতে গেলে হানিফ প্যাদার পুত্রবধু ৭ মাসের অন্তঃস্বত্তা সীমা (২৫)কে মারধোর করেন।

এসময় হানিফ প্যাদা ও তার পুত্রবধুর ডাকাডাকিতে স্থানীয় লোকজন চলে আসায় খলিল প্যাদা গংরা চলে যায় । স্থানীয় লোকজন অন্তঃস্বত্তা সীমাকে উদ্ধার করে আমতলী হাসাপাতালে নিয়ে আসেন ।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক সীমাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আমতলী উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিনিউটি মেডিক্যাল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, সীমাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে খলিল প্যাদার কাছে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনায় শালিস ব্যবস্থার কথা চলছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম অরিফ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ