অন্যান্য

আমতলীতে চায়ের দোকানে বসে মাদকের কারবার, গ্রেপ্তার ২

  প্রতিনিধি 18 September 2024 , 6:38:40 প্রিন্ট সংস্করণ

নূরুল হক লিটন

বরগুনার আমতলীতে চায়ের দোকানে বসে মাদকের কারবার করার সময় ইজ্জত আলী ও শংকর নামে দুই কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরগুনার আমতলী উপজেলার আমতলী পৌরশহরের ৭নং ওয়ার্ডের সময় ক্লিনিকের পাশে মতিয়ার রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তারকরা হয়।বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

গ্রেপ্তাররা হলেন- ইজ্জত আলী সুনামগঞ্জ সদরের মনপুর এলাকার আ. হকের ছেলে ও শংকর আমতলীর হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের উপেন শিকদারের ছেলে।চায়ের দোকানে বসে মাদকের কারবার, গ্রেপ্তার ২

মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপনে আগে থেকে মাদক কারবারের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা।

বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ইজ্জত আলী ও শংকরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার গাজার বাজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ