প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৩:১৮ পি.এম
আমতলীতে প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ

নূরুল হক লিটন আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এচাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচ এম মনিরুল ইসলাম মনি ।
জানা গেছে, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৩অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ সময়ে সরকার জেলেদের জন্য বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়। বুধবার বেলা ১১টায় আমতলী খাদ্যগুদামের সামনে উপজেলার চাওড়া ইউনিয়ন ও গুলিশাখালী ইউনিয়নের জেলেদের নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা চাওড়া ইউনিয়নের ৬০২ জন ও গুলিশাখালী ইউনিয়নের ১ হাজার ৬ শ ৪০ জন নিবন্ধিত জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়।
এসময় ট্যাগ অফিসার ডাক্তার রোকনুজ্জামান, সাজেদুল ইসলাম উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি হিমেল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকারের বিশেষ ভিজিএফ ওই কর্মসূচির আওতায় অত্র ইউনিয়নের নিবন্ধিত ১ হাজার ৬শ ৪০ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল বলেন,ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে।ওই কর্মসূচির আওতায় চাওড়া ইউনিয়নের নিবন্ধিত ৬০২ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.