নূরুল হক লিটন আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে বাসের ধাক্কায় আমতলী থানার দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, রবিবার দুপুর ২ টার সময় কলাপাড়া থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন বেপরোয়া গতিতে চালিয়ে আসার সময় আমতলী থানার এ এস আই রমিজ (৪০)ও পুলিশ কনষ্টেবল মাইনুল ইসলাম (৩৫) কে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের খাদে ফেলে দেয় ।
এএস আই রমিজ (৪০)ও পুলিশ কনষ্টেবল মাইনুল ইসলাম (৩৫) মোটরসাইকেলযোগে আমতলী থেকে বান্দ্রা বাজার যাচ্ছিলেন ।
স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস বলেন,বেপরোয়া গতিতে চালিয়ে আসছিলেন ইউনিক পরিবহন দেখলাম মটরসাইকেলটি ধাক্কা মেরে খালে ফেলেদিয়ে দ্রæত চলে যায়।আমিসহ স্থাণীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ইনজুরি থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে । ইউনিক পরিবহনটি আটক করা হয়েছে।