অন্যান্য

আমতলীতে সাড়ে ১২ কোটি টাকা ব্যায়ে লেকের সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  প্রতিনিধি 25 October 2024 , 1:09:00 প্রিন্ট সংস্করণ

আমতলী থেকে নূরুল হক লিটন বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মানের উদ্বোধন করা হয়। শুক্রবার জুম্মাবাদ পৌর ভবনের সামনে লেকের ঘাট সংলগ্ন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন আমতলী পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশ্রাফুল আলম।

ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় লোকাল গর্ভমেন্ট কোভিট-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারী প্রজেক্টের আওতায় আমতলী পৌরসভা এ কাজটি বাস্তবায়ন করছে। প্রকল্পের ব্যায় ধরা হয়েছে। ১২ কোটি ৫৬ লক্ষ ৯৮ হাজার ৩২৩ টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, পৌরসভার উপÑসহকারী প্রকৌশলী মো. রুবেল খান, ঠিকাদার এ্যাডভোকেট মো. হালিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. তারিকুল ইসলাম টারজান, বিএনপি নেতা মো. মশিউর রহমান ও বিএনপি নেতা মো. কাওছার এবং পৌরসভার সাবেক সকল কাউন্সিলর এবং কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।#

Author

আরও খবর

নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস

মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ছেলেদের কোন কথায় বিবাহিত মহিলারা দুর্বল হয়ে যায়

কলাপাড়ায় নদীতে মাটি কাটার দায়ে ইটভাটায় অভিযান- ৫ লাখ টাকা জরিমানা

সাদপন্থী শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

                   

জনপ্রিয় সংবাদ