প্রতিনিধি 7 November 2024 , 9:52:48 প্রিন্ট সংস্করণ
আমতলী থেকে নূরুল হক লিটন
বরগুনার আমতলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
আমতলী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি) এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকির, এ্যাড.জসিম উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মইনুদ্দিন মামুন, জালাল আহমেদ খান, আঃ রাজ্জাক, আমিনুল মৃধা, জালাল মৃধা, মোঃ জাকির হোসেন, মোঃ মনির ডাকুয়া মোঃ ফিরোজ খাঁন তাপস মোঃ হানিফ বয়াতি রিয়ার খাঁন সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। আলোচনা সভার আগে আয়োজিত র্যালী আমতলী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।