অন্যান্য

আমতলী-কুয়াকাটা সড়কে সুরভী পরিবহন দূর্ঘটনার কবলে, নিহত ১ আহত ৭

  প্রতিনিধি 15 December 2024 , 12:56:29 প্রিন্ট সংস্করণ

 

 

নূরুল হক লিটন আমতলী(বরগুনা)প্রতিনিধি

 

আমতলী-কুয়াকাটা সড়কে ঘন কুয়াশার কবলে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে। এতে ১ নারী সহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছে। বাকী দুই জন গাড়ির চালক এবং হেলপার। আহত সকলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার সময় বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তুলার মিল নামক স্হানে ঢাকা থেকে ছেড়ে আসা সুরভি পরিবহন দূর্ঘটনায় পতিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। দূর্ঘটনায় একই পরিবারের দুই শিশু আহত হয় এবং শিশুদের মা ঘটনাস্থলে নিহত হয়। নিহত নারীর নাম রিমা আক্তার (৪১)। তার বাড়ী যশোর জেলায়। স্বামী একটি গার্মেন্টসে চাকুরি করার সুবাদে ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতো। তিনি তাঁর স্বামী ও শিশুদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিল। নিহত নারীর স্বামী ও যাত্রী মামুনুর রশীদ বলেন, দূর্ঘটনার সময় তারা ঘুমে ছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দূর্ঘটনার শিকার হয়েছে। দূর্ঘটনাটায় তাঁর স্ত্রী নিহত হলেও আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ৬ বছরের মেয়ে মালিহা মারাত্মক ভাবে আহত হয়েছে। স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে শিশুদের নিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি।

দূর্ঘটনাায় অন্য আহতরা হলেন মা ও মেয়ে আকলিমা (৪৭) এবং সানজিদা (২৩)। এছাড়া হেলপার রাজু (২৪) এবং চালক।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ হানিফ জানান ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দূর্ঘটনার শিকার হয়। এতে ১ জন নিহত ও ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। একজন নারীর এই ঘটনায় মৃত্যু হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, গাড়ীটি আটক করা হয়েছে পরিবারের আবেদনের কারনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ