প্রতিনিধি 17 June 2025 , 4:56:35 প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত পোস্টে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড়, ‘আমরা’ বলতে কাকে বোঝানো হয়েছে সে প্রশ্নেই তৈরি হয়েছে ধোঁয়াশা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনার কেন্দ্রে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেছেন, “আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি।” তবে তার এই ‘আমরা’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, কিন্তু সেগুলো আমেরিকান তৈরি জিনিসপত্রের সঙ্গে তুলনীয় নয়। ভালোভাবে কেউ কিছু করলে সেটা করে আমেরিকা পুরোনো দিনের সেই আমেরিকা।”
এই বক্তব্যে তিনি একদিকে ইরানের সামরিক সক্ষমতাকে হেয় করেছেন, অন্যদিকে আবার যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে তুলে ধরেছেন শ্রেষ্ঠ হিসেবে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং তা মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করতে পারে।
ইরান থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন বক্তব্য মার্কিন পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
এই বক্তব্যে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ভবিষ্যৎ কূটনৈতিক কৌশল এবং আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার মনোভাবেরও ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে।