বিনোদন ডেস্ক।।
রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী তানিন সুবহা। ৮ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর গত মঙ্গলবার সন্ধ্যায় এই অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানিন সুবহার অকাল মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে তার পুরোনো একটি ফেসবুক পোস্ট। গত ১৯ মে তানিন এক ফেসবুক পোস্টে জানান, তাবিজ-কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে বিশ্বাস হওয়ার কথা। কেননা তিনি এর শিকার বলেও মনে করতেন।
অভিনেত্রীর মৃত্যুর পর তার পোস্ট ঘিরে যখন নানা আলোচনা, তখনই কালো জাদু নিয়ে একই অভিযোগ তুললেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
গতকাল বুধবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে মিষ্টি লিখেছেন, ‘আমাকে ২০১৭ সালে কালো যাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াভহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার পুরো শরীরে পানি জমেছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।’
তিনি আরও লিখেছেন, ‘আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই, একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায়, আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয়, তাহলে ওরা দায়ি থাকবে আবারও আমার পিছে লেগেছে ওরা।’
সবশেষ মিষ্টি জান্নাত লিখেছেন, ‘নামগুলো আমার ডায়েরিতে আছে।’