প্রতিনিধি 20 June 2025 , 3:23:54 প্রিন্ট সংস্করণ
তোফাজ্জল ইসলাম — সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাঁধ বাজারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
আমার রক্তে বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান —এই মহৎ ও উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে বন্ধুমহল সাচনা বাজার সংগঠন এর সহযোগিতায় এবং ব্লাড ব্যাংক জামালগঞ্জ এর সরাসরি আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় সাচনা বাঁধ বাজারস্থ ‘দি মোবাইল চ্যানেল’ অফিসের সামনে, যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে মানুষের ভিড়।
রক্তের গ্রুপ জানার জন্য সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ, আগ্রহ ও কৌতূহল।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে মোট ৪৫৬ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে ফ্রি জানিয়ে দেওয়া হয়।
মানবতার পাশে বন্ধুমহল ও ব্লাড ব্যাংক জামালগঞ্জ
এ ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য ছিল রক্তদানের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রসূতি নারীদের ডেলিভারির সময় রক্তশূন্যতার ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া।
বিশেষ করে যারা ডেলিভারির আগে থেকেই সম্ভাব্য রক্তদাতা খুঁজে রাখেন না—তাদেরকে সচেতন করা হয় যেন পরিবার বা প্রতিবেশীদের মধ্য থেকেই উপযুক্ত রক্তদাতা আগে থেকেই নিশ্চিত করা হয়।
পাশাপাশি সাধারণ স্বাস্থ্যবিধি, রক্তদানের নিয়ম এবং রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব—এই বার্তাও ছড়িয়ে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মাঝে।
উপস্থিত নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক জামালগঞ্জ এর সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন, সংগঠনের নিবেদিত স্বেচ্ছাসেবী তৈয়বুর রহমান, মুস্তাক আহমেদ, শাহীদ মিয়া, এম এ রহমান, আলী এহসান জুবেল, হিমেল রহমান সহ আরও অনেকে।
এছাড়া বন্ধুমহল সাচনা বাজার সংগঠন থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, সদস্য মোঃ উজ্জ্বল হোসেন, আকুল দাস, একরাম, আমীর হোসেন, ইকবাল হোসেন ও রতিশ প্রমুখ।
সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে ব্লাড ব্যাংক জামালগঞ্জ এর স্বেচ্ছাসেবকরা জানান—
এই চলমান বছরে সংগঠনটি এখন পর্যন্ত ১,৯৪২ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং ১৫২ ব্যাগ রক্ত সংগ্রহ করে বিভিন্ন রোগীর জন্য সরবরাহ করেছে।
এই কার্যক্রম শুধুমাত্র চিকিৎসা সহায়তা নয়, বরং সমাজে রক্তদানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কাজ করছে।
আজকের এই সফল আয়োজনের জন্য বন্ধুমহল সাচনা বাজার সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় ব্লাড ব্যাংক জামালগঞ্জের পক্ষ থেকে।
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ক্যাম্পেইনের স্থান ব্যবস্থাপনায় সহযোগিতা করা দি মোবাইল চ্যানেল এর স্বত্বাধিকারী মোঃ মোফাজ্জল হোসেন এর প্রতি।
বন্ধু মহল সাচনা বাজার সংগঠনের সভাপতি মোঃ নাছির উদ্দিন বলেন–
এই ধরনের আয়োজন সমাজে সচেতনতা বৃদ্ধি, জীবন রক্ষায় সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে।
যেখানে প্রতিটি রক্তবিন্দু কারও জীবনের শেষ আশা হয়ে দাঁড়াতে পারে, সেখানে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।