অন্যান্য

‘আমি ফুল নেই না’, ইউএনওর ফুল নিতে অস্বীকৃতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রতিনিধি 11 August 2025 , 3:00:26 প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জ:

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হলো সোমবার। কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফুল দিয়ে বরণ করতে গেলে তা নিতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার এই স্পষ্ট অস্বীকৃতি উপস্থিত সবাইকে অবাক করে দেয়।
সোমবার সকালে কেরানীগঞ্জে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনার একপর্যায়ে ইউএনও রিনাত ফৌজিয়া একটি ফুলের তোড়া নিয়ে উপদেষ্টার দিকে এগিয়ে যান। ফুল এগিয়ে দিতেই তিনি বলেন, ‘আমি ফুল নেই না।’ এতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ইউএনও। তিনি বলেন, “আমি এটা প্রথম দিচ্ছি, স্যার। প্রথমবার মাফ করে দেন।”
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ফুলের তোড়াটি গ্রহণ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন। এই ঘটনার মধ্য দিয়ে তিনি প্রচলিত প্রটোকলের বাইরে গিয়ে এক নতুন বার্তা দিলেন।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বন্দীদের খাবারের মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তার এই সফর ও ফুল প্রত্যাখ্যানের ঘটনা এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ