প্রতিনিধি 27 April 2025 , 6:34:16 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ রাসেল খাঁন, নিজস্ব প্রতিনিধি
সিলেটের আম্বরখানায় অভিযান চালিয়ে ৪৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি, একটি ট্রাক এবং দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ) দুপুর ১টা ৩০ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল এয়ারপোর্ট থানাধীন বাইপাস মোড়ে এয়ারপোর্ট-আম্বরখানা পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ চিনি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আজিজ, সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন এবং ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন। অভিযানে একটি ট্রাক (যার মাধ্যমে অবৈধ চিনি বহন করা হচ্ছিল) আটক করা হয় এবং ট্রাকচালক ও মালিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-
১। সেলিম আহমদ (৩২), পিতা- সৈকত আলী, সাং- উরাগ্রাম, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
২। ইসমাইল আলী (৭০), পিতা- জবেদ আলী, সাং- বগাইয়া হাওড়, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
আটক মালামালের বিবরণ অনুযায়ী, উদ্ধারকৃত চিনি ৪৫টি বস্তায় মোট ২২০৫ কেজি ওজনের, যার বাজারমূল্য প্রায় ২,৬৪,৬০০/- টাকা। চিনি বহন কাজে ব্যবহৃত ট্রাকটিকেও জব্দ করা হয়েছে এবং জব্দ তালিকা মূলে মালামালগুলো থানায় নিয়ে আসা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা নং-২১, তারিখ-২৬/০৪/২০২৫খ্রিঃ, ধারা- ২৫বি(১)(বি)/২৫ডি দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর আওতায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়কে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আব্দুল আজিজ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ পণ্যের প্রবাহ রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।”
পুলিশের এ ধরনের সফল অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।