অন্যান্য

আলুর হিমাগার ভাড়া কেজি প্রতি ৫ টাকা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ 

  প্রতিনিধি 9 March 2025 , 2:35:09 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আলু চাষিরা। রোববার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ বি‌ক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আলু চাষি আব্দুস ছালাম ব্যাপারী, আবুল কাশেম দুলাল, শাহ্ আলম মোস্তফা, সোলায়মান আলী প্রমুখ।

 

কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক হিমাগারের ভাড়া কেজি প্রতি ছয় টাকা ৭৫ পয়সা পূণরায় নির্ধারণ করার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। তারা এ ভাড়া প্রত্যাখান করে কেজি প্রতি পাঁচ টাকা নির্ধারণ করার দাবি জানান।

 

তারা আরো বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ছয় টাকা ৭৫ পয়সা নির্ধারণ করলে উৎপাদন ও মজুদ খরচসহ প্রতি কেজির খরচ দাড়ায় প্রায় ৩৫ টাকা যা আগামীতে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্বারকলিপি দেন আলু চাষিরা।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ