অন্যান্য

আলু কেনাকে কেন্দ্র করে কাঁচামাল ব্যবসায়ীর উপর স্থানীয় দুর্বৃত্তদের হামলা

  প্রতিনিধি 14 April 2025 , 10:09:38 প্রিন্ট সংস্করণ

মোঃইকরামুল হাসান

 

মাগুরা জেলা মোহম্মদপুর উপজেলার ৭ নং পলাশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ঝামা বাজার প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার দুটি হাট অনুষ্ঠিত হয়।

 

এই হাট কে কেন্দ্র করে দুর-দুরান্ত থেকে উপস্থিত হন বিভিন্ন ব্যবসায়ীরা। সেই হাটে গতকাল রোজ রবিবার ১৩ই এপ্রিল বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী মোহম্মদপুর উপজেলার পাঁচ নং বালিদিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ ফরিদের উপর স্থানীয় দুর্বৃত্তদের হামলা।

 

ঘটনাস্থানে গিয়ে জানা যায় আলু কেনা কে কেন্দ্র করে স্থানীয় দুর্বৃত্তদের হামলা। ভুক্তভোগী ফরিদ জানায় আলু কেনা কে কেন্দ্র করে স্থানীয় দুর্বৃত্তরা একাধিক যুবকদের নিয়ে লাঠিসোটা ও হাতুড়ি সহ আমার দোকান কর্মচারী সহ আমার উপরে হামলা ও আঘাত করে।

 

এ সংঘর্ষ শেষে ঘটনা স্থানে উপস্থিত হন স্থানীয় বাসিন্দা এবং বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান নূর।

 

তিনি জানান আমার অনুপস্থিতিতে সামান্য আলু বেচাকেনা কে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। তিনি আরও জানান বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী মোঃ ফরিদ দীর্ঘদিন যাবত আমাদের স্থানীয় হাটে ব্যবসা করে আসছেন তার ব্যবহার কথা বার্তায় উক্ত হাটের আশ পাশের ব্যবসায়ী খরিদ্বার সহ হাটের এজাদার কখনো অসন্তুষ্ট প্রকাশ করেননি। সে একটা ভালো মনের মানুষ তাছাড়া অনেক মানুষ তার থেকে ন্যায্য মূল্যে কাঁচামাল পণ্য ক্রয় করে তাদের জীবন বাঁচায়।

 

সর্বোপরি মোঃ আসাদুজ্জামান নূর এই সংঘর্ষের উপযুক্ত বিচারের দাবি জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ