মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এনসিপির সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের বেষ্টনী ভেঙ্গে অফিসের সামনের জায়গা দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এনসিপির সমর্থকদের বেষ্টনী ভাঙ্গার কারন জিজ্ঞেস করলে তারা সেখানে মিলাদ মাহফিল ও জুলাই মঞ্চ বানানোর হুমকি দেন। তাদেরকে সেখানে মিলাদ মাহফিল ও জুলাই মঞ্চ করতে অনুমতি দেয়া না হলে তারা মব সৃষ্টি করে ভূমি অফিস ভাঙ্গচুর এবং তাকে বদলী করার হুমকি দেয়।
এ ঘটনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন আশুগঞ্জ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেন। জিডিতে এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু, সমন্বয়কারী সুমন মৃধা, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদসহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনকে আসামী করা হয়েছে।
জিডিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন উল্লেখ করেন, মঙ্গলবার বেলা সোয়া ১১ টার সময় আশুগঞ্জ ভূমি অফিসের নৈশ প্রহরী কবির হোসেন তাকে ফোন করে জানায় এনসিপির সমর্থকেরা অবৈধভাবে ভূমি অফিসের বেষ্টনী ভেঙ্গে তা দখল করার চেষ্টা করছে। সংবাদ পেয়ে তিনি এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিমকে ফোন করলে ডালিম তার সমর্থকদের একাজে উৎসাহিত করেন।
এনসিপির সমর্থকেরা উপজেলা নির্বাহী অফিসারের নিষেধ অমান্য করে সেখানে অবস্থান নেন এবং তারা কোন আইন মানবেনা বলে হুমকি প্রদান করেন।
পরে তিনি সেখানে উপস্থিত হয়ে বিবাদীদেরকে সেখানে কর্মসূচী পালন করার অনুমতি আছে কিনা জিজ্ঞেস করলে তারা উপজেলা প্রশাসন বা থানাকে এ ব্যাপারে অবহিত করা হয়নি বলে জানান। তিনি তাদেরকে সরকারি অফিস প্রাঙ্গনে অফিসের বেষ্টনী ভেঙ্গে কর্মসূচী না করার জন্য সর্তক করলেও তারা সেখানে অবস্থান নেন এবং অনুমতি ছাড়াই সেখানে মিলাদ মাহফিল ও জুলাই মঞ্চ বানানোর হুমকি দেয়।
জিডিতে তিনি আরো উল্লেখ করেন বিবাদীরা সেখানে অবস্থান নিয়ে মব সৃষ্টির চেষ্টা ও তাকে বিভিন্নভাবে হুমকি দেন। এ সময় এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদ তাকে ফোন করে তাদেরকে কর্মসূচী পালনের অনুমতি দেয়ার জন্য বলেন, এবং অনুমতি দেয়া না হলে মব সৃষ্টি করে ভূমি অফিস ভাংচুর ও তাকে বদলী করার হুমকি দেন। আকিব জাবেদ উদ্ধত্যের সাথে বলে তাদের কোন অনুমতির দরকার নেই, তারা কর্মসূচী করবে, পারলে ঠেকাতে। তিনি বলেন, মূলত জুলাই মঞ্চ তৈরী করতেই তারা ভূমি অফিসের জায়গা দখল করার পাঁয়তারা করছে।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম বলেন, বিকেল পাঁচটায় আশুগঞ্জের কাচারি পুকুর পাড়ে জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল করবো। উপজেলা ভূমি অফিসের পেছনে জায়গাটিতে একটি মঞ্চ আছে। আওয়ামীলীগের শাসনামলে তাদের বিভিন্ন কর্মসূচী সেই মঞ্চেই হয়েছে। বর্তমানে জায়গাটির চারিদিকে টিনের বেড়া দেয়া। মিলাদ মাহফিলের জন্য মঙ্গলবার সকালে এনসিপির সদস্যরা সেখানে পরিস্কার করতে যান। পরিস্কার করতে গিয়ে টিনের একটি বেড়া খুলে। এজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফোন করে আমাদের পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। আমি বলেছিলাম আমাদের বাঁধা দিয়েন না। আমরা অনুষ্ঠানটি করে ফেলি। কিন্তু সেখানে অনুষ্ঠান করা যাবে না বলে জানান তিনি। তিনি বলেন, তাঁকে হুমকি দেয়ার বিষয়টি বানোয়াট। তিনি বলেন, এখানে মিলাদ মাহফিল করার জন্য গত ১৬ জুলাই আমরা এসিল্যান্ডকে মৌখিকভাবে বলেছি। তখন এসিল্যান্ড হ্যাঁ বা না কিছুই উত্তর দেননি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন বলেন, অনুষ্ঠান করতে সকালে ভূমি অফিসের সীমানা দেয়া জায়গা ভেঙে দিয়েছে এনিসিপির নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাঁধা দিলে এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। আমার সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। অনুষ্ঠানের বিষয়ে তারা কাউকে অবগত করেনি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নয়। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেয়ায় এবং বাঁধা না মানায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, এসিল্যান্ড অফিসের কম্পাউন্ডের একটি জায়গায় তারা দীর্ঘদিন ধরেই চাচ্ছে জুলাই গনঅভ্যুত্থানে প্রোগ্রাম করতে। আমরা বার বার তাদেরকে বুঝিয়েছি যে এটাতো সরকারী অফিস। এখানে তো কোন জুলাই মঞ্চ করা ঠিক হবেনা। জায়গাটি টিন দিয়ে বেড়া দেয়া ছিলো। আজকে তারা এসিল্যান্ড অফিসের সেই বেড়া ভেঙ্গে ঢুকেছে। তারা আমার ও এসিল্যান্ড এমনকি থানা থেকেও অনুমতি নেয়নি। পরবর্তীতে তাদেরকে বলেছি এখানে সরকারি অফিস এখানে প্রোগ্রাম করা ঠিক হবেনা, অন্য কোথাও প্রোগ্রামটা করেন। তারা এখানেই করবে। তাদেরকে অনেকবার বুঝানো হয়েছে। সরকারি অফিসের টিনের বেড়া সরিয়ে এনসিপির ব্যানারে জুলাই মঞ্চের নামে সমাবেশ করবে। কিন্তু সরকারি অফিস, অফিসের নিরাপত্তা ও গোপনীয় নথি আছে এবং এখানে অনুষ্ঠান করতে দিতে পারি না। বাঁধা দেয়ায় এসিল্যান্ডের সাথে দুর্ব্যবহার করেছে তারা। এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ উল্টো অনুষ্ঠানের অনুমতি দিতে বলেছেন। অনুমতি না দিলে আমরা নিজেরাই করে ফেলবে বলে জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।