অন্যান্য

আশুগঞ্জে চলন্ত অবস্থায় দুই ভাগ মহানগর এক্সপ্রেস ট্রেন

  প্রতিনিধি 18 August 2025 , 3:56:50 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে পড়ে। সোমবার বিকেল ৫ টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
ট্রেনের পরিচালক (গার্ড) কে.এম. শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সোয়া ৫ টার সময় ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস  ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশন ঢোকার মুহুর্তে ট্রেনটি ট ও ঠ বগির মাঝখানে আলাদা হয়ে যায়। এতে পিছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে। তবে কি কারণে এমন ঘটনা ঘটে সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ