অন্যান্য

আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে জমে উঠছে নির্বাচনী সমীকরণ

  প্রতিনিধি 3 September 2025 , 9:48:21 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই কুড়িগ্রাম-১ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ১৬৭ জন।

দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাকের পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীদের নাম শোনা যাচ্ছে।

বিএনপি: সাবেক এমপি সাইফুর রহমান রানা, ডা. ইউনুছ আলী, ডা. মাহফুজার রহমান মারুফ, অধ্যাপক গোলাম রসুল রাজা মনোনয়ন প্রত্যাশী।

জামায়াত: একক প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলাম ইতোমধ্যেই মাঠে সক্রিয়ভাবে গণসংযোগ চালাচ্ছেন।

জাতীয় পার্টি: সাবেক প্রতিমন্ত্রী একেএম মোস্তাফিজুর রহমান সুযোগ পেলে আবারও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই মাস্টার ও গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।

ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও ইসলামী দলগুলো এক হলে বিএনপি চাপে পড়তে পারে। অন্যদিকে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতায় নামলে আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

তবে ভোটারদের প্রত্যাশা—দল নয়, প্রয়োজন উন্নয়নবান্ধব ও জনদুর্দশার সময়ে পাশে দাঁড়াতে সক্ষম একজন জনপ্রতিনিধি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ