প্রতিনিধি 1 January 2025 , 3:23:44 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আর গ্যাস সরবরাহ করতে পারেছ না রাশিয়া। কারণ ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ ও রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যকার পাঁচ বছরের চুক্তির মেয়ার শেষ হয়ে গেছে এবং নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করাকে ইঙ্গিত করে বলেছিলেন, ‘আমরা আমাদের রক্তের ওপর দিয়ে রাশিয়াকে বিলিয়ন ডলার আয় করতে দেব না।’
এরপর ইউরোপীয় কমিশন বলেছে, ইউরোপের গ্যাস ব্যবস্থাপনা স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিটচুক্তি শেষ হলেও পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট সমক্ষমতা আমাদের রয়েছে।
বিবিসি বলেছে, ইউক্রেন গ্যাস সরবরাহ বন্ধ করলেও রাশিয়া এখনো কৃষ্ণ সাগর দিয়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক ও সার্বিয়ায় গ্যাস পাঠাতে পারবে।
রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তবে পূর্ব ইউরোপের কিছু দেশ এখনো এই সরবরাহের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এসব দেশে গ্যাস রপ্তানি করে রাশিয়া বছরে ৫ দশমিক ২ বিলিয়ন আয় করে।