অন্যান্য

ইছামতি নদীতে একটি আট বছরের কন‍্যা শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়।

  প্রতিনিধি 23 July 2025 , 5:11:31 প্রিন্ট সংস্করণ

সৈয়দ মোঃ ইমরান হোসেন 

গতকাল রাঙ্গুনিয়া-২২-৭-২০২৫ রানিরহাট সংলগ্ন রাজানগরের মধ‍্য ঘাগড়ার ৭নং ওয়ার্ডের পার্শ্ববর্তী ইছামতি নদীতে একটি আট বছরের কন‍্যা শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরিবার এবং এলাকার লোকজন প্রথমে পানিতে ডুবে নিখোঁজের বিষয়টি নিশ্চিত না থাকাই অত্র এলাকা সহ বিভিন্ন স্থানে নিখোঁজ শিশুর সন্ধান করে ব‍্যর্থ হয়। পরবর্তীকালে আজ সকাল থেকে তারা আন্দাজ করে নদীতে খোঁজ করতে থাকে।

প্রথমে নিখোঁজের সংবাদ পেয়ে কাউখালি ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু পানির গভীরতা বেশি এবং স্রোত প্রবল হওয়ার ফলে রাঙ্গামাটি ফায়ার স্টেশন এর ডুবুরি দলকে সংবাদ প্রদান করা হয়।

রাঙ্গামাটি ডুবুরি দল গতকাল থেকে নাইক্ষংছড়ি বান্দরবন উদ্ধার কাজে অবস্থান করছিল এবং আজ সকালে উক্ত উদ্ধার কাজ শেষ করে ফেরার পথে বিকাল আনুমানিক ৪:২০ মিনিট সময় নিখোঁজ কে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবার নিকট হস্তান্তর করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ