প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১:৩৪ পি.এম
ইন্দুরকানীতে অবৈধ উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগ নেতার ভবন ভেঙ্গে সরকারি সম্পত্তি উদ্ধার

মো: নাজমুল হোসেন
পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা কর্তৃক সরকারি সম্পত্তি দখল করে নির্মানাধীন সেমি পাকা ভবন দীর্ঘ এক যুগ পর ভেঙে দিয়ে দখল মুক্ত করলো উপজেলা প্রশাসন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পওাশী তালুকদার বাজারে এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী।
জানা যায়, উপজেলার পওাশী তালুকদার বাজারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং পওাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার ২০১১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তালুকদার বাজারের পূর্ব দিকের সড়কের সামনের সরকারি সম্পত্তি দখল করে সেমি পাকা ভবন নির্মাণ করে তা ব্যবসায়ীদের কাছে ভাড়া দেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে এমনটি করেছেন বলে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন।
বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে উক্ত অবৈধ সেমি পাকা ভবনটি ভেঙে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়। ভবন নির্মাণ থেকে শুরু করে স্থানীয়রা একাধিকবার অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি বিধায় এক যুগের ও বেশি সময় ধরে তিনি সরকারি সম্পত্তি নিজ দখলে রেখে ভোগ করতে রেস্টুরেন্ট পেরেছিলেন।
এ ব্যাপারে ভবনের মালিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন,জমিটি সরকারি হলেও রাস্তার জন্য জমি রেখে ভবনটি নির্মাণ করেছি। ভবন ভাঙার সময় আমি ও আমার লোক সেখানে ছিল না বিধায় প্রশাসনকে বুঝানো সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী বলেন, সড়কের রেকর্ডীয় সরকারি সম্পত্তি দখল করে দীর্ঘদিন অবৈধভাবে সেমিপাকা ভবন নির্মাণ করে দখলে রেখেছিলেন। অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এটা ভেঙ্গে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। আমাদের এ ধরনের অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.