প্রতিনিধি 18 November 2024 , 7:20:42 প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের তৃতীয় তলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সদ্য বিদায়ী সভাপতি দিদারুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক আলী আকবর শেখ।
নির্বাচনে অর্ধশতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুলাইমান তালুকদার।
নবনির্বাচিত সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করেছি। জেলা কল্যাণের মাধ্যমে সবার পাশে দাঁড়াতে চাই। সবার সহযোগিতা কাম্য।”
নতুন সাধারণ সম্পাদক মো. সুলাইমান তালুকদার বলেন, “সমিতির সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”