অন্যান্য

ইবিতে ভাইস চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 31 October 2024 , 12:17:14 প্রিন্ট সংস্করণ

মো. আসাদ উল্লাহ, ইবি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকমন্ডলীর সাথে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা শুরু হয়।

সভায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম নাজমুল হুদা, ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ মিজানুর রহমান ছাড়াও অনুষদের কয়েক জন শিক্ষক বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা স্ব-স্ব বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর প্রদত্ত বক্তব্যে গুরুত্ব অনুযায়ী একে-একে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “ডিপার্টমেন্টাল ফান্ড বৃদ্ধির বিষয়টি তাঁর ফার্স্ট প্রায়োারিটি। দ্বিতীয় ফোকাস থাকবে ল্যাবগুলোকে ওয়েল ইক্যুইপড করা। পেপার বেইজড নয়, রিসার্চ বেইজড রিসার্চ সেন্টার করা হবে। সবার রিসার্চ ওয়ার্ক আপলোড করা হবে ওয়েবসাইটে।”

তিনি আরো বলেন, “ফ্যাকাল্টি ভিত্তিতে বেস্ট টিচার্স এওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে। গুণীর কদর যে দেশে থাকে না, সেই দেশ অগ্রসর হতে পারে না। স্বীকৃতি যেখানে নেই, সেখানে কাজ করে আনন্দটা কোথায়? তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োাগ দেয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ