অন্যান্য

ইবি ভিসির বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকদের সাথে মতবিনিময়

  প্রতিনিধি 10 November 2024 , 1:45:23 প্রিন্ট সংস্করণ

 

ইবি প্রতিনিধি।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১০ নভেম্বর) পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ২২৮ নং কক্ষে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোছাঃ কামরুন্নাহারের সভাপতিত্বে এবং গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সজীব আলী, পরিসংখ্যান বিভাগের সভাপতি মোঃ তহিদুর রহমান, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সভাপতি বিপুল রায়, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং প্রফেসর মোঃ মিজানুর রহমান।

 

বক্তারা শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকট, গবেষণাগারের প্রয়োজনীয় সরঞ্জাম এবং লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় উপাচার্য মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং বলেন, “প্রায়োরিটি বেসিসে সমস্যাসমূহ সমাধানের চেষ্টা করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

শ্যামনগর বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা আশেক ইলাহি মুন্না

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে রংপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নতমানের খাবার পরিবেশন

হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি

সখীপুরে সালাম হত্যাকাণ্ডে আসামী গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন।