প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৯:৩৯ এ.এম
ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় বাবা- ছেলে নিহত, আহত -০৩

মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুর উপজেলার পিরোজপুর ঢাকা মহাসড়কে ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় ভ্যান যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আরেক ভ্যান যাত্রী ও পথচারী সহ আরো ০৩ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর ঢাকা মহাসড়কের নাজিরপুরের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহবুব মোল্লা (৪৫) এবং তার ছেলে ইয়াদ মোল্লা (১৫)
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা ছেলের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ির পিছনের দিকে ধাক্কা দেয়, এতে ভ্যান গাড়িতে থাকা ০৩ যাত্রী গুরুতর আহত হয় ও ০২জন পথচারী আহত হন। এদের মধ্যে ০৩জনের অবস্থা খুবই আশঙ্কা জনক হওয়ায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা ছেলে দুজন মারা যায়। বাকি ০৩জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মশিউর রহমান বলেন, ইমাদ পরিবহনের বাস দুর্ঘটনায় আহত ০৫জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে তাদেরকে খুলনায় পাঠাই, পথে দুইজন মারা যান ও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, নাজিরপুরে ঢাকা গামী ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যানযাত্রী ০২জন (বাবা- ছেলে) নিহত হয়েছেন ও ০৩জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.