প্রতিনিধি 25 April 2025 , 11:26:04 প্রিন্ট সংস্করণ
মনিরামপুরের খাটুয়াডাঙ্গায় অশ্রুসিক্ত বিদায়, বুকের ব্যথায় থেমে গেল নির্লোভ আলেমের নীরব প্রস্থান
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
জীবনভর কোরআনের বাণী প্রচারে যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, যিনি নামাজের কাতারে দাঁড়িয়ে মানুষকে দেখিয়েছেন সোজা পথ—তিনি আজ নিজেই সেই কাতার থেকে চিরতরে বিদায় নিয়েছেন।
যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের প্রিয় মুখ, প্রবীণ আলেম, শিক্ষক ও ইমাম হুজুর আতিয়ার রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৩ এপ্রিল ২০২৫, বুধবার দিবাগত রাত ১টা ০৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। ১৯ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন ২৩ এপ্রিল বিকালে। কিন্তু সেদিন রাতেই হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সবার সামনে নীরবে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান তিনি।
আতিয়ার রহমান ছিলেন খাটুয়াডাঙ্গা মালিপাড়া জামে মসজিদের চার দশকের ইমাম ও খতিব।
তাঁর তিলাওয়াতে ছিল আত্মা ছুঁয়ে যাওয়া আবেগ, আর খুতবায় ছিল ঈমান জাগানিয়া ভাষা। পাশাপাশি তিনি ছিলেন স্থানীয় ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক, যেখানে তিনি আদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলেন।
২৬ এপ্রিল, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টায় খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন—
মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, জেলা জামায়াত ইসলামের সূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, দূর্বাডাঙ্গা জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান, নেহালপুর জামায়াতের সভাপতি মাওলানা আবু তালহা, দূর্বাডাঙ্গা ইউনিয়র বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, আসাদুজ্জামান আসাদ, সমাজসেবক আব্দুর রশিদ মোল্যা, শিক্ষক সিরাজুল ইসলাম।
এরপর দুপুর ২:৩০টায়, তাঁর নিজ বাড়ির পাশের আমবাগানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আতিয়ার রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। স্ত্রী, সন্তানসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
তিনি ছিলেন দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে.এম. মোজাপ্ফার হুসাইনের মেঝো দুলাভাই।
একজন আতিয়ার রহমান কেবল ব্যক্তি নন, তিনি ছিলেন একটি আদর্শের প্রতীক। তাঁর ইমামতিতে বেড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্ম। আজ তাঁর অনুপস্থিতি শুধু একজন আলেমের বিদায় নয়—এ এক আদর্শ জীবনের নীরব সমাপ্তি।