কচাকাটা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্বে থাকা সিদ্দিক চৌকিদারের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সিদ্দিক চৌকিদারের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি প্রকাশ্যে ইয়াবা সেবন করছেন। এ ঘটনার পর ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, যিনি গ্রাম পুলিশ হয়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার কথা, তিনিই যদি মাদকাসক্ত হন তবে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ভিডিওর সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
অন্যদিকে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে গ্রাম পুলিশের পদ মর্যাদা ও ভাবমূর্তি কলঙ্কিত না হয়।