আন্তর্জাতিক ডেক্স
➡️ “ইরানের মিসাইল এখন আরও দ্রুত, আরও নিখুঁত… প্রতিরোধ দিনকে দিন কঠিন হচ্ছে”
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ইসরায়েলের একজন সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইরানের ছোড়া মিসাইলগুলোর মধ্যে মাত্র ৬৫% প্রতিহত করতে পেরেছে ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা। অথচ আগের দিন এই হার ছিল প্রায় ৯০%।
গোপনীয়তা বজায় রাখার শর্তে এনবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন,
ইরানের কাছে এখনো অত্যন্ত উন্নত ও ভয়ংকর মিসাইল রয়েছে এবং তারা এখন সেগুলো ব্যবহার করছে।
তিনি আরও জানান, ইরানের ছোড়া মিসাইলগুলোর গতি এতটাই বেড়ে গেছে যে, এখন আগাম সতর্কতা পাওয়ার সময়ও কমে এসেছে।
গতকাল আমরা ১০-১১ মিনিট আগেই সতর্কতা পেতাম, আজ সেটা কমে দাঁড়িয়েছে ৬-৭ মিনিটে। এর মানে, মিসাইলগুলো আরও দ্রুত গতির এবং আমাদের প্রস্তুতির সময়ও কমে যাচ্ছে।”
আরও উদ্বেগজনক বিষয় হলো
ইরানের মিসাইলগুলো আঘাত হানার শেষ মুহূর্ত পর্যন্ত দিকনির্দেশনার সক্ষমতা (নেভিগেশন সিস্টেম) বহন করছে। এর ফলে এগুলো এখন আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে যেমন আজকের হামলায় বিয়ার শেভার হাসপাতাল।
প্রাক্তন এই গোয়েন্দা কর্মকর্তার ভাষায়,
ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের নেতৃত্বে কিছু ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু তাতে তাদের প্রতিশোধ নেয়ার সক্ষমতা একটুও কমেনি। ইরান এখন কৌশলগত ধৈর্যের মাধ্যমে ধাপে ধাপে প্রতিক্রিয়া দিচ্ছে।”
তিনি সতর্ক করে বলেন,
ইরানের পতন ঘনিয়ে এসেছেএ ধরনের ধারণা এখনকার বাস্তবতা থেকে অনেক দূরে। ইরানের হামলা চালিয়ে যাওয়ার ক্ষমতা ও সংকল্পকে খাটো করে দেখলে সেটা হবে মারাত্মক ভুল।”