অন্যান্য

ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপ কুষ্টিয়ার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রতিনিধি 23 November 2024 , 6:34:57 প্রিন্ট সংস্করণ

 

মোঃ জীবন শেখ

 

একটি অরাজনৈতিক ব্যবসায়ী কল্যান ও সেবামূলক সংগঠন এবং সামাজিক কাজে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কুষ্টিয়ার ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

গতকাল ২২ শে নভেম্বর ২০২৪ খ্রি: রোজ- শুক্রবার, সন্ধ্যা ৭ ঘটিকায়, পাঁচ রাস্তার মোড়,স্বপ্ন রেস্টুরেন্টে, এক অনাড়ম্বর অনুষ্ঠানে মুক্ত আলোচনা ও মিলনমেলা এবং বর্ষপূর্তির কেক কেটে ও নৈশ্য ভোজের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করেন,ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপের সভাপতি আব্দুস সাত্তার সাদেক।

 

ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, কুষ্টিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী, মোঃ আব্দুস সাত্তার সাদেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব এস এম কাদেরী শাকিল।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিমল থিয়েটার কুষ্টিয়ার সভাপতি পারভেজ মাজমাদার ও দোকান মালিক কল্যান সমিতি কুষ্টিয়ার সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

 

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, কুষ্টিয়া জেলা পরিবেশক সমিতির সভাপতি, খন্দকার জিয়াদুল হক।

 

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, এ্যাডভোকেট শরীফ উদ্দীন রিমন, অধ্যাপক, কুষ্টিয়া “ল” কলেজ, কুষ্টিয়া ও মোঃ গোলাম কিবরিয়া খান সাগর সভাপতি, আয়কর আইনজীবি সমিতি, কুষ্টিয়া।

 

অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক ও এশিয়া ক্রোকারীজের স্বত্বাধিকারী এম এ আজিজ।

 

উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মোঃ আইয়ূব হোসেন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা, (বাপাউবো) কুষ্টিয়া ।

 

আমন্ত্রিত অতিথি ও সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোরচ্ছেদ আলম জোয়াদ্দার,মোঃ নিহারুল ইসলাম নেন্টু, মোঃ কামাল আহম্মেদ করিম, মোঃ রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য অতিথি বৃন্দ।

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা ঘটে। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আলোচকবৃন্দের ফুলের শুভেচ্ছা প্রদান সহ বর্ষপূর্তির কেক কেটে সম্মিলিতভাবে আনন্দ উপভোগ করেন অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ এবং সভাপতি কর্তৃক সমাপনী বক্তব্যের পর নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ