প্রতিনিধি 22 June 2025 , 1:01:10 প্রিন্ট সংস্করণ
ইসরাইলকে লক্ষ্য করে আরও ভয়াবহ এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে সর্বশেষ হামলায় প্রথমবারের মতো মাল্টিওয়ারহেড খেইবারশেকান নামক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরান। খেইবারশেকান অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী। রোববার ইসরাইলের বিরুদ্ধে ২০তম হামলা চালিয়েছে তেহরান। যাতে ৪০টি কঠিন ও তরল জ্বালানি সম্বলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। খেইবারশেকান হলো আইআরজিসি’র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় জেনারেশনের ক্ষেপণাস্ত্র। রোববার প্রথম ইসরাইলে হামলার ক্ষেত্রে এসব ব্যবহার করা হয়েছে। এগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে আজকের হামলায় তেল আবিবের বহুতল ভবনগুলো ধূলিসাৎ হয়ে গেছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হনেছে ইরানের ছোড়া বিশেষ ওই ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি ইসরাইলের বায়োলজিকাল গবেষণাকেন্দ্রও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। খেইবারশেকানের আরেকটি সক্ষমতা হচ্ছে এগুলো পথ পরিবর্তন করতে পারে। ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরাইল। এর প্রেক্ষিতে অপারেশন ট্রু প্রমিজ থ্রি অভিযান শুরু করে তেহরান। যা এখনও চলমান। এরমধ্যে রোববার সকালে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্য আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।