সারাদেশ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চিলমারীতে ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিংয়ের বিক্ষোভ র‍্যালি

  প্রতিনিধি 7 April 2025 , 2:51:41 প্রিন্ট সংস্করণ

এস, এম হামিম সরকার নিরব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। সোমবার সকালে উপজেলার রমনা বাজার মসজিদ প্রাঙ্গণে ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিংয়ের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে অংশ নেয় ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিংয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচির শুরুতে ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং থেকে একটি র‍্যালি বের হয়ে চিলমারী কলেজ মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেয় এবং বিশ্ব বিবেকের জাগরণের আহ্বান জানায়। ব্যানারে “No Work, No School Until the Genocide Stops” এবং “Gaza Genocide” লেখা ছিল।

শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি পোস্টারে ‘We Stand for Gaza’, ‘Stop Killing Innocent Children’, ‘Free Palestine’ ইত্যাদি বার্তা লিখে সংহতি প্রকাশ করে। তারা জানান, ফিলিস্তিনে যেভাবে নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষ নিহত হচ্ছেন তা একটি মানবিক বিপর্যয়। এই গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

 

ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং কর্তৃপক্ষ বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই নৃশংসতা বন্ধে কার্যকর ভূমিকা নিচ্ছে না। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি জোর দাবি জানান যেন অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়।

মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য শান্তি ও সহানুভূতি কামনা করা হয়

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ