মতিন গাজী
যশোরের অভয়নগরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নারকীয় গণহত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে রোমান জুট মিলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। গতকাল (৭এপ্রিল) সোমবার বিকেলে উড়োতলা রোমান জুট মিল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে যশোর খুলনা মহাসড়কের চেংগুটিয়ার উড়োতলা বাজার প্রদক্ষিণ করে,বক্তব্যের মধ্য দিয়ে রোমান জুট মিলের গেটে এসে শেষ হয়। রোমার জুট মিলের পরিচালক মোঃ রাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মিলটি এক ঘণ্টার জন্য বন্ধ রেখে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এ সময় মিলের প্রতিটি সেক্টরের শ্রমিক ও কর্মচারীরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ফিলিস্তিনে নারী ও শিশুদের উপর চালানো বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রোমান জুট মিলের নির্বাহী পরিচালক মো: মিরাজুল ইসলাম । এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত মিলের পরিচালক এবং ক্রয় কর্মকর্তা মো: সজিবুল ইসলাম সজীব, স্টোর ম্যানেজার হাজী রফিকুল ইসলাম,উক্ত মিলের প্রসাসনিক সেক্টরের দায়িত্বে থাকা আমজাদ হোসেন, শিফ্ট সরদার সাজ্জাদ মোল্ল্যাসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ও এলাকার জনগন।
এ দিকে বিকালে নওয়াপাড়া বাজারে একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন অভয়নগরের সর্বস্তরের জনগণ।