প্রতিনিধি 10 April 2025 , 10:54:39 প্রিন্ট সংস্করণ
মতিন গাজী
যশোরের অভয়নগরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নারকীয় গণহত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজর শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। গত (১০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টাই স্কুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে যশোর -খুলনা মহাসড়কের চেংগুটিয়ার বাজার প্রদক্ষিণ করে,বক্তব্যের মধ্যদিয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহাকাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: ফয়সাল রশিদের সার্বিক তত্ত্বাবধানে স্কুল এবং কলেজ ৩০মিনিটের জন্য বন্ধ রেখে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এ সময় স্কুল- কলেজের প্রতিটি শিক্ষক শিক্ষিকা, ছাএ, ছাএী ও কর্মচারীরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানান এছাড়াও ফিলিস্তিনে নারী ও শিশুদের উপর চালানো বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহাকাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: ফয়সাল রশিদ, উক্ত বিদ্যালয়ের সভাপতি-মো: সাহাজান সিরাজ, সহকারী অধ্যপক খান এ মজলিস, ইংরেজি শিক্ষক মো: বাবুল আক্তার, মো: আবুল হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে, অচিরেই গণহত্যা বন্ধ , একতরফা যুদ্ধ বন্ধ , ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদেরকেই আবার ফিরিয়ে দিয়ে ইসলামী রাষ্ট্রগুলোকে এক হওয়া এবং সকল ইসরাইলী পন্য বইকটের দাবি জানান।
বক্তব্য শেষে মিছিলটি পুনরায় স্কুল চত্বরে যেয়ে শেষ হয়।