সারাদেশ

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে “মহাকাল স্কুল এন্ড কলেজের” শিক্ষক -শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

  প্রতিনিধি 10 April 2025 , 10:54:39 প্রিন্ট সংস্করণ

মতিন গাজী

যশোরের অভয়নগরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নারকীয় গণহত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজর শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। গত (১০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টাই স্কুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে যশোর -খুলনা মহাসড়কের চেংগুটিয়ার বাজার প্রদক্ষিণ করে,বক্তব্যের মধ্যদিয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহাকাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: ফয়সাল রশিদের সার্বিক তত্ত্বাবধানে স্কুল এবং কলেজ ৩০মিনিটের জন্য বন্ধ রেখে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এ সময় স্কুল- কলেজের প্রতিটি শিক্ষক শিক্ষিকা, ছাএ, ছাএী ও কর্মচারীরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানান এছাড়াও ফিলিস্তিনে নারী ও শিশুদের উপর চালানো বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহাকাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: ফয়সাল রশিদ, উক্ত বিদ্যালয়ের সভাপতি-মো: সাহাজান সিরাজ, সহকারী অধ্যপক খান এ মজলিস, ইংরেজি শিক্ষক মো: বাবুল আক্তার, মো: আবুল হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে, অচিরেই গণহত্যা বন্ধ , একতরফা যুদ্ধ বন্ধ , ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদেরকেই আবার ফিরিয়ে দিয়ে ইসলামী রাষ্ট্রগুলোকে এক হওয়া এবং সকল ইসরাইলী পন্য বইকটের দাবি জানান।

বক্তব্য শেষে মিছিলটি পুনরায় স্কুল চত্বরে যেয়ে শেষ হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ