অন্যান্য

ইসলামপুরে শ্রমিক কল্যান ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

  প্রতিনিধি 21 March 2025 , 4:15:18 প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ সেলিম

 

ঈদগাঁও উপজেলার ইসলামপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ শে মার্চ মোতাবেক ২০ রমজান ( শুক্রবার ) বিকালে নতুন অফিস বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইউনিয়ন শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফোডারেশনের ঈদগাঁও উপজেলা সভাপতি তৈয়ব উদ্দীন, সহ সভাপতি বশির আহমদ, সাবেক সভাপতি কামাল পাশা, উপজেলা শিবির সেক্রেটারী সাদমান শাকিব নিশাদ ও ঈদগাঁও জণকল্যান পরিষদের সভাপতি সলিম উল্লাহ ওয়াহেদী প্রমূখ।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শ্রমিক জনতার উপস্থিতিতে বক্তারা বলেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করা ইসলামের বিধান। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে শ্রমিক কল্যান ফেডারেশন কাজ করে যাচ্ছে ।

 

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছাবের আহমদ আল কাদেরী ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ