অন্যান্য

ইসলামপুরে শ্রমিক কল্যান ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

  প্রতিনিধি 21 March 2025 , 4:15:18 প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ সেলিম

 

ঈদগাঁও উপজেলার ইসলামপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ শে মার্চ মোতাবেক ২০ রমজান ( শুক্রবার ) বিকালে নতুন অফিস বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইউনিয়ন শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফোডারেশনের ঈদগাঁও উপজেলা সভাপতি তৈয়ব উদ্দীন, সহ সভাপতি বশির আহমদ, সাবেক সভাপতি কামাল পাশা, উপজেলা শিবির সেক্রেটারী সাদমান শাকিব নিশাদ ও ঈদগাঁও জণকল্যান পরিষদের সভাপতি সলিম উল্লাহ ওয়াহেদী প্রমূখ।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শ্রমিক জনতার উপস্থিতিতে বক্তারা বলেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করা ইসলামের বিধান। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে শ্রমিক কল্যান ফেডারেশন কাজ করে যাচ্ছে ।

 

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছাবের আহমদ আল কাদেরী ।

আরও খবর

কুড়িগ্রামে ৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

বরিশাল মহানগর বিএনপির নেত্রীর বাসভবনে হামলা।

কক্সবাজার চকরিয়ার বদরখালীতে কিশোরীকে গণ”ধর্ষণ, ৮জন আটক

খুলনার সাবেক কাউন্সিলরকে কক্সবাজার সৈকতে গুলি করে হত্যা,আরেক কাউন্সিলর ইফতেখার আটক

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহযোগী নিহত

                   

জনপ্রিয় সংবাদ