প্রতিনিধি 11 September 2025 , 8:03:32 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছ অবস্থান বজায় রেখেছে উল্লেখ করে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন কখনোই প্রচ্ছন্ন বা গোপন কোনো কৌশল গ্রহণ করে না।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) এক বিবৃতিতে তিনি বলেন, একটি টকশোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন যে মন্তব্য করেছেন—“ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্যানেল থাকলেও শিবির সমর্থিত প্যানেলের পক্ষে কাজ করার নির্দেশনা ছিল”—তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। একইভাবে জাকসু ও রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে কাজ করার নির্দেশনার কথাও তার নিজস্ব অভিমত, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলামী ছাত্র আন্দোলনের দলীয় অবস্থান নয়।
তিনি স্পষ্ট করে বলেন, “তার বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অনুসৃত নীতি ও কর্মকৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজনৈতিক সম্পর্ক ও কৌশল প্রণয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অতীতের মতো ভবিষ্যতেও সর্বাত্মক স্বচ্ছতা বজায় রাখবে, ইনশাআল্লাহ।”
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে একটি নির্বাচনী সমঝোতার প্রক্রিয়া গড়ে উঠেছে উল্লেখ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও ক্যাম্পাস রাজনীতিতে উভয় সংগঠন নিজস্ব কৌশল অনুযায়ী পথ চলছে।
তিনি আরও বলেন, “ডাকসুতে নির্বাচিত নেতৃত্বকে আমরা স্বাগত জানিয়েছি এবং এটিকে ইসলামপন্থার বিজয় হিসেবে দেখছি। তবে ডাকসু, রাকসু, জাকসুসহ সব নির্বাচনে আমাদের লক্ষ্য ও কর্মপন্থা স্বতন্ত্র এবং আমরা আমাদের নিজস্ব পথে এগিয়ে যাচ্ছি।”