প্রতিনিধি 1 March 2025 , 6:56:48 প্রিন্ট সংস্করণ
এম এস আরিফ, চিলমারী, কুড়িগ্রামঃ
‘ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলা আইএবি থানা কার্যালয়ে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে মোঃ বদরুল ইসলামকে সভাপতি ও মোঃ রাশেদুল ইসলাম- কে সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ সময় চিলমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মনিরুজ্জামান লিটন-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জোলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ডা. মোঃ আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ বেলালী ।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা, চিলমারী উপজেলা, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন এর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।