এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ইসলামী আন্দোলন ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হয়েছে। ২২ মার্চ (শনিবার) সোনাহাট মহাবিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাহাট ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো: হাফিজুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই মনোনিত ২৫ কুড়িগ্রাম১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো: হারিসুল বারী রনি, প্রধান বক্তা ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাও: মুফতি ওমর ফারুক ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতি এস এম মনিরুজ্জামান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মো: মাহিদুল ইসলাম মাহমুদী।
উক্ত ইফতার মাহফিলে
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক, আলেম, ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল প্রাঙ্গন ছিলো পরিপূর্ণ।
অতঃপর মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনবাসীর জন্য দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে ইফতারী বিতরণ করা হয়।