অন্যান্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

  প্রতিনিধি 5 March 2025 , 10:24:59 প্রিন্ট সংস্করণ

আসাদ উল্লাহ, ইবি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (০৫ মার্চ) ক্যাম্পাসজুড়ে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
মাইকিং করে বলা হয়, নিরাপত্তার স্বার্থে আজ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূনরূপে নিষিদ্ধ করা হলো। সেইসাথে বিশবিদ্যালয় অধ্যায়নরত সকল ছাত্র ছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হবে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন,
প্রশাসনের মনে হয়েছে ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন। তাই মাইকিং করা হচ্ছে। আমরা বলার পরেও কেউ ঢুকলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
এর আগে গতকাল মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মাঝে হট্টগোল হয়। হট্টগোলের সময় সাংবাদিকরা প্রবেশ করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বাধা দেন নেতাকর্মীরা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ