সর্বশেষ

ইসলামী যুব আন্দোলনের রংপুর চিলমারী থানা সম্মেলন অনুষ্ঠিত”

  প্রতিনিধি 25 March 2025 , 3:18:02 প্রিন্ট সংস্করণ

 

 এম.এস আরিফ (চিলমারী, কুড়িগ্রাম) 

 

সোমবার (২৪শে মার্চ) বিকাল ৪ টায় চিলমারী মডেল মসজিদ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চিলমারী থানা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

থানা সভাপতি মুহাম্মদ হোসাইন আলী আবিদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা সভাপতি আ.ন.ম. আশিকুর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উদারতা, আনুগত্য, সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে একটি আদর্শিক সংগঠন বিস্তৃতি লাভ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তার উজ্জ্বল নমুনা। মাত্র ৮ বছরে এই সংগঠনটি দেশের যুবসমাজে আদর্শের যে প্রভাব রেখেছে তা নজিরবিহীন। আমি বিশ্বাস করি, আপনারা ভবিষ্যতে দেশের দুঃশাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

‘ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত যুব সম্মেলনে বক্তারা বলেন, দেশে এখন লক্ষ লক্ষ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ লালন করে। চব্বিশের বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রথম সারিতে থেকে লড়াই করে ফ্যাসীবাদী হাসিনাকে হটিয়েছে।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চিলমারী থানা সভাপতি মোঃ বদরুজ্জামান, সহ-সভাপতি মনিরুজ্জামান লিটন , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চিলমারী থানা সভাপতি নাজমুল হাসান নাহিদ সহ ইসলামী যুব আন্দোলন চিলমারী থানা শাখার আওতাধীন বিভিন্ন থানা ও ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।

 

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন:সভাপতি: হোসাইন আলী আবিদ,সহ-সভাপতি: মাহফুজার রহমান,সাধারণ সম্পাদক: আশিকুল ইসলাম এর নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ