অন্যান্য

ইসলাম একটি সহজ ও মানবিক জীবনব্যবস্থা: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

  প্রতিনিধি 16 September 2024 , 5:50:19 প্রিন্ট সংস্করণ

সেমিনারে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ঢাকা, ১৫ সেপ্টেম্বরছবি: সংগৃহীত

সেমিনারে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ঢাকা, ১৫ সেপ্টেম্বরছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলাম একটি সহজ ও মানবিক জীবনব্যবস্থা: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “ইসলাম একটি সহজ এবং মানবিক জীবনব্যবস্থা। ইসলাম মানুষের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে।” তিনি আরও বলেন, ইসলামী রাষ্ট্রের ধারণা সম্পর্কে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এবং এ বিষয়ে বিভ্রান্তির সুযোগ নিয়ে কিছু মহল সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

 

সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকার একটি মিলনায়তনে ‘আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসুল (সা.)–এর ভূমিকা ও আমাদের দায়িত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

 

মুফতি ফয়জুল করিম আরও উল্লেখ করেন, যে দল নীতির ওপর অটল থাকে এবং কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখে, তাদের সঙ্গে ঐক্যের সম্ভাবনা তৈরি হতে পারে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানার শাখা সভাপতি মুফতি মুফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়েখ যাকারিয়্যাহ ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আনোয়ার হোসেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ