প্রতিনিধি 16 September 2024 , 2:43:00 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ সেলিম, প্রতিনিধি( ঈদগাঁও উপজেলা)
কক্সবাজারের ঈদগাঁওতে বন্যাদুর্গতদেরকে মানবিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। রবিবার (১৫
সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের কাছে ছুটে যান তারা। ক্ষতিগ্রস্ত
বিভিন্ন বাড়ীঘর পরিদর্শন ও স্হানীয়দের সাথে মত বিনিময়শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, জেলা জামায়াতের শুরা সদস্য ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, জালালাবাদ ইউনিয়ন জামায়াত আমীর ডা. সোলাইমান মোর্শেদ ও ঈদগাঁও জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হুদা, জামায়াত নেতা কামরুল হাসান বায়েজীদ প্রমূখ।
এসময় বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আমরা আপনাদের দেখতে এসেছি ও আসার সময় কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। অনুষ্ঠানশেষে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিনের একটানা বর্ষনে ঈদগাঁও নদীতে প্রবল বন্যা নামলে গতকাল ভোররাতে উপরোক্ত এলাকায় বেড়িবাঁধ ও গাইড ওয়াল ভেঙ্গে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করে। এতে অর্ধশত পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পরে জালালাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।