প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ১১:৩৩ এ.এম
ঈদুল ফিতরের তারিখ জানাল মিসর

আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিসর। দেশটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-পদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি) জানিয়েছে, আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।
বার্তাসংস্থা এপির বরাতে ইজিপ্টসিয়ান স্ট্রিটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের পূর্বাভাসের সঙ্গে মিসরের ঘোষিত তারিখের মিল রয়েছে। দেশটিতে আগামী ৩০ মার্চ রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
এনআরআইএজি জানিয়েছে, শাওয়ালের চাঁদ ২৯ মার্চ কায়রোর স্থানীয় সময় দুপুর ১টায় জন্ম নেবে। এছাড়া এ চাঁদ সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট ধরে কায়রোতে দৃশ্যমান হবে। ফলে ৩০ মার্চ রোববারই ঈদুল ফিতরের প্রথম দিন হবে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.