সারাদেশ

উখিয়ায় আদর্শ বিদ্যানিকেতন অ্যাডমিট কার্ড না আসায় স্কুল ঘেরাও, পালালেন শিক্ষকরা

  প্রতিনিধি 10 April 2025 , 12:08:15 প্রিন্ট সংস্করণ

Oplus_131072

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না আসায় ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করেছে। একই সঙ্গে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়ে।

এদিকে শিক্ষার্থীরা ক্ষোভে সড়ক অবরোধ ছাড়াও বিদ্যালয়ের গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভের মুখে বিদ্যালয় বন্ধ করে পালিয়েছে শিক্ষকরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ঘটনা ঘটে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও কামরুল হোসেন বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে তারা বোর্ডে ফরমও পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে অ্যাডমিট দেওয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয় তালাবদ্ধ। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ